বন্ধনের শিক্ষা জগতে আপনাকে স্বাগত

প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ

আস্থা , বিশ্বাস এবং ভালোবাসার আরেক নাম বন্ধন । প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের উন্নত , মননশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর । যা ২০০৮ সালে যাত্রা শুরু করে আজ পর্যন্ত পুরো দেশের বুকে রেখে চলেছে অনন্য স্বাক্ষর ।

গুনগত শিক্ষা



গুনগত শিক্ষায় শিক্ষিত শিক্ষকগণের শেখানোর ধরণ এবং মান অত্যাধুনিক । ফলে আমরা পেয়ে চলেছি কাঙ্খিত সাফল্য । শিক্ষকদের আন্তরিকতা ও নিরন্তর প্রচেষ্টা প্রতিষ্ঠানটিকে করেছে অনন্য ।

যোগাযোগ করুন

নিয়মানুগ উত্থাপন



বন্ধন শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা , কর্তব্যনিষ্ঠা এবং সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলার সুশিক্ষা দিয়ে প্রত্যেকটি শিক্ষার্থীকে গড়ে তোলে অপ্রতিদ্বন্দ্বী , আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী একজন সুনাগরিক হিসেবে ।

যোগাযোগ করুন

ওয়ান টু ওয়ান স্টাডি



ওয়ান টু ওয়ান স্টাডি একটা অনন্য শিক্ষা পদ্ধতি । এই পদ্ধতিটি প্রত্যেক শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রাখতে সাহায্য করে । যার ফলে প্রত্যেকেই তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হয় ।

যোগাযোগ করুন

প্রশাসকবৃন্দ

বন্ধন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রসাশকগণের দূরদর্শী সিদ্ধান্তের ফলে বন্ধন আজকে এতটা পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে । তারাই বন্ধনের ঈর্ষণীয় সাফল্যের চাবিকাঠি । আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ ।

এস আর বারি সৌরভ


প্রতিষ্ঠাতা
বন্ধন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

বন্ধনের সুদীর্ঘ পথচলায় যার অবদান অনস্বীকার্য । স্বপ্নচারী এ মানুষটি তিনি তাঁর সুতীক্ষ্ম মেধা ও দূরদর্শী চিন্তায় বন্ধনকে নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন দেখেন ।

এ টি এম আসাদুজ্জামান


সভাপতি
বন্ধন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

অসাধারণ প্রতিভাধর এই মানুষটি প্রতিষ্ঠানের হাল ধরে প্রতিষ্ঠানটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ।

এস আর লিটন


প্রধান শিক্ষক(স্কুল শাখা)
বন্ধন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

অভিজ্ঞতা ও প্রজ্ঞার সমন্বয়ে শিশু শিক্ষার আলোকবর্তিকা হাতে মুক্তির দিশারী । আজীবন লালন করেছেন শিক্ষার আলো ছড়িয়ে দেবার ব্রত ।

আমাদের কোর্সসমূহ

বন্ধন সবসময় আধুনিক ও যুগোপযোগী কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে ।

প্লে শ্রেণি থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সময়টা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সময় । এই কোমলমতি শিশুদের জন্য প্রত্যেক অভিভাবকের বন্ধনই সর্বোত্তম পছন্দ । বন্ধনের সময়ানুবর্তিতা ও সৃজনশীলতার শিক্ষা শিক্ষার্থীদের অনন্য করে গড়ে তোলে ।

ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সময়ের শিক্ষার্থীরা অজানাকে জানার বাসনায় থাকে বিভোর । প্রশিক্ষিত , মেধাবী ও আন্তরিক শিক্ষকগণ তাদের এ আগ্রহের তৃষ্ণা মেটাতে সদা সচেষ্ট ।

নবম-দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ একটি ধাপ । দশম শ্রেণির শিক্ষার্থীরা গুরুত্ত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে । তাই তাদের এই সময়টির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে শিক্ষকগণ অঙ্গীকারাবদ্ধ ।

৫০০ +
শিক্ষার্থী

যোগাযোগ করুন

বন্ধনের সাথে যোগাযোগ করতে নিচের ফর্মটি সঠিকভাবে পূরণ করুন


গাইবান্ধা , রংপুর

বাংলাদেশ

Cell Phone: +৮৮০ ১৭১১-৪২৭৮২২

Email: brmsc2002@gmail.com

Social Connectivity